এম বশির উল্লাহ, মহেশখালী প্রতিনিধি :
মহেশখালীতে পুলিশের অভিযানে দুই ইউনিয়ন থেকে ওয়ারেন্ট ভুক্ত পলাতক ১০ আসামীকে আটক করেছে পুলিশ। বৃস্পতিবার(৮ জুলাই) গভীর রাতে পুলিশের একাদিক টিম পৃথক ভাবে অভিযান পরিচালনা করে মহেশখালীতে।
মহেশখালী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আব্দুল হাই জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে অপরাধ দমনে পৃথক ভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে পুলিশ। এর পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের পৃথক টিম মাঠে রয়েছে। গতকালের অভিযানে ১০জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে আদালতে প্রেরন করা হয়েছে।
আটক কৃতরা হলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামের বাসিন্দা মৃত ফজল করিমের পুত্র লেড়া মিয়া এবং তার ৪ পুত্র মোঃ এমরান, জসিম উদ্দিন, কামাল পাশা, মোঃ কাসেম, ঝাপুয়া এলাকার মোক্তার আহমদের পুত্র জসিম উদ্দিন, মারাক্কা ঘোনার মৃত কাচা মিয়ার পুত্র সফিউল আলম, এছাড়াও শাপলাপুর ইউনিয়নের জাহিদারঘোনা এলাকার ইজ্জত আলীর পুত্র আবু বক্কর ও হেলাল উদ্দিন ও ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিন নলবিলা গ্রামের মৃত ছালে আহমদের পুত্র মো: জালাল।
পুলিশের পৃথক অভিযানে ছিলেন তদন্ত ওসি আশিক ইকবাল, এস আই মনিষ সরকার, এএস আই ইলিয়াছ, এএস আই জসিম সহ পুলিশের ৩টি টিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।