মোঃ আরাফাত সানী, টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত উপজেলায় প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রীর প্যাকেট গাড়ীতে সাথে নিয়েই করোনা মহামারি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
শুক্রবার (৯ই জুলাই) সকালে পৌরসভার বাস ষ্টেশন, কুলাল পাড়া মোড়সহ বিভিন্ন স্পটে করোনার ভয়াবহতা ও তা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় টেকনাফে কঠোর লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া শতাধিক টমটম চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, করোনা ও লগডাউনে কর্মহীন হয়ে পড়া চালকদের “প্রধানমন্ত্রী শেখ হাসিনার” উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ কষ্টে আছে জানলে আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ উপজেলা টমটম মালিক সভাপতি আবদুল আমিন জিশান প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।