ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলায় লকডাউনের তৃতীয় দিন (৩ জুলাই) ২২৫ জনকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোট ৩৩টি অভযানে মামলা হয়েছে ২০৯টি। মোবাইল কোর্টের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে ৩ জনকে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

টানা সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দুই দিনে (১, ২ জুলাই) জেলায় ৩৯০ জন থেকে ২,৭৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সেখানে প্রথম দিন ১৭২ জনকে ৯১,৬৫০ টাকা এবং দ্বিতীয় দিন ২১৮ জনকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

তবে, এই দুইদিনে কাউকে কারাদন্ড প্রদান করা হয় নি।

এদিকে, তৃতীয় দিনের মতো জেলাব্যাপী কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক অভিযান পরিচালনা করেন। তারা শহরের আশপাশের এলাকাসমূহে সতর্কতামূলক অভিযান চালিয়েছেন।

শহরের ভুলা বাবুর পেট্রোল পাম্প, বাজারঘাটা, লালদীঘিরপাড়, কলাতলীসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, সেনা বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সমন্বিতভাবে কাজ করতে দেখা যায়। লকডাউনের তৃতীয় দিনে মাঠে নামে র‌্যাব। লিংকরোডেও কড়াকড়ি হয়।

গত দুই দিনের মতো শনিবারও রিক্সা, মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারীদেরও তল্লাসী চালানো হয়। সুনির্দিষ্ট কারণ, পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকে সহজে ছাড়া হয়নি।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জেলা শহর ছাড়াও উখিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।