এম.জুবাইদ, পেকুয়া:
পেকুয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১ জুলাই সকাল ১০ স্বাস্থ্য বিধি মেনে উপজেলার প্রান্তিক চাষীদের কে খরিফ-২/২০২১-২০২২ মৌসুমে বিনামূল্যে উফশী ও আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মীকি মারমা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার তপন কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সালামত উল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জামিয়ার রহমান, উপ-সহকারী কর্মকর্তা ছৈয়দ আলম।
উপজেলার ৭ ইউনিয়নের মোট ৪০০ জন এবং ৪০০ বিঘা জমি চাষা করা হবে এ মৌসুমে। সে লক্ষ্য কৃষি সম্প্রসারন অধিদপ্তর পেকুয়া থেকে ১০০ জন চাষীকে জন প্রতি হাইব্রিড ধান বীজ ২ কেজি করে, ডি এ পি সার ২০ কেজি, এম ও পি ১০ কেজি।
আবার ৩০০ জন উফশী চাষীকে জন প্রতি ৫ কেজি করে উফশী বীজ, ডি এ পি সার ২০ কেজি করে, এম ও পি সার ১০কেজি করে বিতরণ করা হয়েছে।