মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সমাজ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক, পরিশুদ্ধ ও আদর্শ সমাজ গঠনে ইউনিয়ন পরিষদের দফাদার, গ্রাম পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ইউনিয়ন পরিষদের দফাদার, চৌকিদার তথা গ্রাম পুলিশদের আরো দায়িত্বশীল ও পেশাদার হতে হবে। এ দায়িত্ব পালনে চলাচলের বাহন হিসাবে বাইসাইকেল সহায়ক ভূমিকা রাখবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ মঙ্গলবার ২২ জুন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেলে বিতরণকালে একথা বলেন। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

ডিসি মোঃ মামুনুর রশীদ মঙ্গলবার কক্সবাজার থেকে চকরিয়া পৌঁছালে চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ একইদিন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং চকরিয়া উপজেলা ভূমি অফিসও পরিদর্শন করেন।