শেফাইল উদ্দিন:
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল চেষ্টা ও হামলায় বৃদ্ধাসহ ৬ মহিলা আহতদের ঘটনায় ঈদগাও থানায় মামলা দায়ের করা হয়েছে। ঈদগাও থানা মামলা নং-৭ ।

শুক্রবার (১৮ জুন) ভিকটিম রেহেনা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করে।

মামলায় নজরুল ইসলাম, নুরুল ইসলাম, জকিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলামসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জুন পোকখালী নাইক্ষ্যংদিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মৃত সুজা আলমের ছেলে ইউচুপের বসতভিটা জবর দখলের চেষ্টা করে ।এ সময় ইউচুপের মা-বোনরা এগিয়ে আসলে এজাহারভুক্ত আসামিরা তাদের উপর্যুপরি হামলা ও মারধর করে ।এ সময় ইউচুপের ষাটোর্ধ্ব বৃদ্ধা মা নুর আয়েশা,বোন ফরমুজা, জাহানারা,তছলিমা, রেহেনা ও তার স্ত্রী কূলছুম আহত হয়। বৃদ্ধা মা নুর আয়েশা ও ফরমুজার অবস্থা আশঙ্কাজনক । ভুক্তভোগীরা আসামীদের গ্রেফতারের জোর দাবি জানান। ঈদগাও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে বলেন মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামী গ্রেফতারের দিয়েছেন।