মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প এক অভিযান চালিয়ে ৫৭ ভরি ওজনের স্বর্ণের ৪টি বার, ৩২ হাজার পিচ ইয়াবা টেবলেট এবং সাড়ে ৪ লক্ষ নগদ টাকা সহ নুরুল আলম (৪৫) নামক একজন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ৮ জুন রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া মনজুর আহম্মদের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ র‍্যাব-১৫ এর অধিনায়ক এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব অধিনায়ক আরো জানান, একত্রে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের ঘটনা এই প্রথম। ধৃত ইয়াবাকারবারী নুরুল আলম বিরুদ্ধে আগেও ইয়াবা কারবারের মামলা রয়েছে।

ইয়াবাকারবারী নুরুল আলম সংঘবদ্ধ মাদকপাচারকারী সিন্ডিকেটের সদস্য। সে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা টেবলেট এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে অধিনায়ক জানান। ধৃত ইয়াবাকারবারী নুরুল আলম টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার মৃত নজীর আহমদের পুত্র। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি র‍্যাব-১৫ তদন্তের দায়িত্ব নিচ্ছে বলে অধিনায়ক জানিয়েছেন।