বার্তা পরিবেশক:
শ্রীশ্রী নৃসিংহ চতুদর্শী উপলক্ষে শ্রীমদ্ভগবত গীতা ও ভজন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জয় সীতারাম ইমু গ্রুপের উদ্যোগে এই অনলাইন
প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৈষ্ণব প্রবর অপু কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় আলোচকবৃন্দ বলেন, ধর্মের সঠিক শিক্ষা এবং গীতার শিক্ষাকে তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য সকলকে কাজ করতে হবে। সনাতনী সম্প্রদায়কে স্বধর্মে উজ্জীবিত করে সুন্দর সমাজ গঠনে এগিয়ে যেতে হবে। আর সেজন্য প্রথমে প্রয়োজন গীতার আর্দশ ধারণ ও প্রচার
করা। উক্ত অনলাইন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার
জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম ও বিশিষ্ট ধর্মীয় উদ্যোক্তা রোমেল মজুমদার। উভয় প্রতিযোগিতায় বিচারক ছিলেন-বৈষ্ণব লোকনাথ কৃষ্ণ দাস, বৈষ্ণব সংকীর্তন কৃষ্ণ দাস, বৈষ্ণব অমর চন্দ্র শীল, বৈষ্ণব বিধান চন্দ্র শীল, কানাই দেব শুভ, পাখি দেবনাথ, বৈষ্ণব অমর চন্দ্র শীল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয় সীতারাম ইমু গ্রুপের কর্ণধার ও সহ-সভাপতি বিজয় চন্দ্র শীল। গ্রুপ পরিচালনার দায়িত্বে রয়েছেন আকাশ শীল, আকাশ দাশ, বিপ্লব মজুমদার, শ্রীধ্যাত শীল শ্যামল দাশ। জয়
সীতারাম গ্রুপের উদ্যোক্তা বিজয় চন্দ্র শীল জানান, এই অনলাইন প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে গীতামুখি করা। যাতে করে আমরা সকলে
মিলে একটি গীতাময় সমাজ গড়ে তুলতে পারি।