নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্বাচনী ইশতেহারে উল্লিখিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়নের অংশ হিসাবে মহেশখালি উপজেলার মাতারবাড়ি এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯মে) জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ নিজেই ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে এক কোটি পনের লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক তার বক্তব্যে ভূমি মালিকদের কোন প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগির শরণাপন্ন না হয়ে নিজেদেরকেই ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন জমা ও শুনানীতে অংশ নেয়ার আহবান জানান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা পেতে কোন হয়রানি বা দুর্নীতির শিকার হলে তিনি জনগণকে সরাসরি তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।