আতিক সুজনঃ
চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব (সিইসি)এর ‘ কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা ও আমাদের করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল রাত ৮ টায় ক্লাবের চেয়ারম্যান প্রকৌশলী আতিক সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সেমিনারে স্পীকার ছিলেন ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের
ফোকাল পার্সন কোভিড ইউনিট এন্ড একাডেমিক কো-অর্ডিনেটর ডা. একেএম আরিফ উদ্দিন আহমেদ।
সেমিনারে করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ কেন মারাত্মক, করণীয় কী? পরিস্থিতি কেন উদ্বেগের,সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয়, ২য় ঢেউ ঠেকাতে ভ্যাকসিন, বিভিন্ন দেশের ভ্যারিয়েন্ট, ব্ল্যাক ফাঙ্গাস ইত্যাদি ভাইটাল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেন তিনি।
ডা. একেএম আরিফ উদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতিতে আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তা হল
১.সংক্রমণ আইডেন্টিফিকেশন ২.তারপর আইসোলেশন ৩.ট্রিটমেন্ট।
তিনি বলেন, আমরা মানুষ প্রকৃতির সাথে বেঈমানী করছি। প্রকৃতি আমাদের সাথে বেইমানি করছে। আমাদের পক্ষ থেকে ভালবাসতে হবে। প্রকৃতি আমাদেরকে ভালবাসব।
মেম্বারদের প্রযুক্তি জ্ঞানে উন্নত জীবন গঠন, যুবাদের দক্ষতা উন্নয়ন ও টেকসই ক্যারিয়ার গঠনকে লক্ষ্য রেখে কাজ করছে চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব।
শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের ফাউন্ডার এডমিন প্রকৌশলী নিউটন চৌধুরী বলেন, কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা ও আমাদের করণীয় যেই বিষয়ে ব্যাপক ধারণার জন্য ক্লাবের মেম্বারদের সকলের এতদিন অধীর আকুল আগ্রহ ছিল, সেটা আজ বাস্তবায়ন হলো।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্লাবের চেয়ারম্যান প্রকৌশলী আতিক সুজন সাবইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ করে সেমিনারের প্রধান আকর্ষণ ডা.একেএম আরিফ উদ্দিন আহমেদ প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই সময় অনলাইন সেমিনারের পরিচয়পর্ব প্রশ্নোত্তর পর্বে ক্লাবের এডমিন প্যানেল, শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দের মধ্যে যুক্ত ছিলেন- তৌহিদ নূর, জয়ন্ত রায় অভি, সানজিদা ইয়াকুব, আরিফুর রহমান বাপি, আজাদ মুনসুর, সাব্বির চৌধুরী, আব্দুর রহিম, শিলা, মোঃ আযম চৌধুরী, মোঃ মোশারফ মজুমদার, মোঃ আমরান ভূইয়া, তানযীল আহমেদ,তামান্না কবির বারিশ, আবুল হাসেম শিপন, রাফিয়া তাসনিম কাকলী, মোহাম্মদ রাসেল, তুহিন ভুঞ্জা, রাসেল কান্তি রনি, মোঃ ইউনুস খান, ক্যামেলিয়া আফরিন, মোঃ নাজমুল খাঁন, ক্লাব সদস্য আফরোজা জান্নাত রেশমি, বাপ্পি সারজিন, সেগুপ্তা নাসরিন তামান্না, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জহুরুল ইসলাম সজল, কামাল উদ্দিন অনিক, রহমত উল্লাহ, ইরফান সিরাজী, বোরহান উদ্দিন বাদশা, ফারহান নাসির নির্ণয়, তাজউদ্দিন আহমেদ, রিফাত আল নিগার, তামজিদুল, দয়াল বড়ুয়া, আশরাফুল, মল্লিকা দাস, মাইনুল ইসলাম, জুয়েল আফসার রায়হান, আফরোজা সুমি, রুমা আক্তার প্রমুখ।