প্রেস বিজ্ঞপ্তি:

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রামু খুনিয়া পালং ইউনিয়নের দক্ষিণ গোয়ালিয়া পালং রেজুখালের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় রেজুখালের পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছিল বিভিন্ন ধরনের ক্ষেত এবং চাষের জমি। বিষয়টি চোখে পড়ে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিয়াজ উদ্দিনের। পরে সমাজের যুবকদের সাথে নিয়ে পশ্চিম গোয়ালিয়া পালং যুব সমাজ ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নিজ উদ্যোগে বেড়িবাঁধটি মেরামত করেন। উক্ত বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে পার্শ্ববর্তী এলাকার মানুষ অনেক কষ্টে ছিল। এই কষ্টগুলো পশ্চিম গোয়ালিয়া পালং যুব সমাজ ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিয়াজের চোখে পড়ে। এই কষ্ট লাগবের জন্য পশ্চিম গোয়ালিয়া পালংয়ের যুব সমাজ ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিয়াজ উদ্দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে নিজেরা উক্ত বেড়িবাঁধটি মেরামত করে দেয়। বেড়িবাঁধ মেরামত করার ফলে এলাকার বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। যুব সমাজ এবং সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিয়াজ উদ্দিন এরকম সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখবে বলে জানায়।

এই সময় উপস্থিত ছিলেন, এডভোকেট শাহেদ উল্লাহ সোহাগ,এডভোকেট এস এম জহির আমিন,বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম কলেজের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম দুর্জয়,ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শাহীনুল ইসলাম ,কামাল হোছাইন,মোঃ ইমরান, বাপ্পি,নয়ন,জামাল হোছাইন,আরমান,জালাল, কফিল, মোস্তফা,জয়নাল আবেদীন জিসান,হামিদ হোছাইন, মোঃ আইয়ুব, মোঃ তারেক, ছলিম উল্লাহ,শাহীন ২,মো হোছাইন, নুরুল আবছার,কামাল ও আরো অনেকে।