সংবাদ বিজ্ঞপ্তিঃ
এসএসসি ৯৯ ক্লাব চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিতব্য স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ জুন ‘ফেমিলি গেটটুগেদার’ হচ্ছে।
এতে এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ শুক্রবার কক্সবাজার আসেন এসএসসি ৯৯ ক্লাব চট্টগ্রামের প্রতিনিধিরা।
Rinku Afridi, Nazrul Islam, S M Alauddin Alo, Sumon Chowdhury এর সাথে S.S.C. – 99 Batch Cox’s Bazar District এর সৌজন্য স্বাক্ষাত হয়।
এতে সংযুক্ত হন SSC-99 CLUB CTG এর সমন্বয়ক Hasibul Alam।
এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজারের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন নাসির রিয়াদের সঞ্চালনায় আনুষ্ঠানের শুরুতে SSC-99 CLUB CTG আগত বন্ধুদের ব্যাচের উত্তরীয় পরিয়ে দেয় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সভাপতি শওকত ওসমান ফারুক।
এর পর ধ্রুবকের প্রকাশক ও সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন প্রত্যেকে ধ্রুবকের একটি কপি উপহার দেয় এবং ব্যাচের লোগো সম্বলিত মাস্ক উপহার দেয় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার প্রতিষ্টাতা আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল মালেক।
এ সময় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার পক্ষে উপস্থিত ও সংহতি জানান- ব্যাংকার মোঃ হাসান মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, জকির আলম জহির, আব্দুস সবুর, মোহাম্মদ হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন হুমায়ুন কবির, লায়ন ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন প্রমি, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)এর বার্তা সম্পাদক ইমাম খাইর, বিশিষ্ট অহিদুল ইসলাম, ব্যবসায়ী শফি উল্লাহ শেখর, মোহাম্মদ আলী প্রমুখ।
উপস্থিত সকলের একমত পোষণ করেন মহামারি অবস্থা বিবেচনা স্বাপেক্ষা অনুষ্ঠানে অংশগ্রহন করা হবে। পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির জন্য গেটটুগেদার যেমন দরকার তেমনি সংগঠনকে ভিত্তি মজবুত করতে ব্যাচে আর্থিকভাবে পিছিয়ে পড়া সদস্যদের জন্য সাদকা(যাকাত) / দান এর মাধ্যমে স্বাবলম্বী করার মধ্যেমে সেবামূলক কার্যক্রমে অংশগ্রহন করা।
দেশের প্রথম জেলা ভিত্তিক সংগঠন S.S.C. – 99 Batch Cox’s Bazar District এর আত্মপ্রকাশ ২০১১ হলেও ২০০৮ সালে সংগঠিত হওয়ার কথা জেনে SSC-99 CLUB CTG এর সদস্যবৃন্দ নিজেরা S.S.C.-99 এর সদস্য হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করেন। SSC-99 CLUB CTG এর সদস্যবৃন্দ S.S.C. – 99 Batch Cox’s Bazar District এর সাথে একসাথে সবসময় সকল কাজে সহযোগী হিসেবে থাকার আশাবাদ ব্যক্ত করে।
S.S.C.- 99 Batch Cox’s Bazar District এর সভাপতি শওকত ওসমান ফারুক এর সৌজন্যে Sun Dancer রেষ্টুরেন্টে এক রাজকীয় মধ্যহ্নভোজের মধ্যেমে অনুষ্ঠানের সফল সমাপ্তি করেন।