মোঃ আরাফাত সানী, টেকনাফ:
টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ থেকে হেলাল উদ্দিন (২৪) নামের মাদক কারবারিকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ মে) সকালে এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা।

আটক হেলাল স্থানীয় জহির আহমদের ছেলে।

সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, মাদকের একটি বড় চালানের পাচারের সংবাদে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করে। পরবর্তীতে বিকাল দিকে চালানের একাংশের মালিক শাহ পরীর দ্বীপ এলাকায় দুটি ফিশিং ট্রলারের মালিক ইমান হোসেনের বাসায় অভিযান পরিচালনা করে হেলালকে ২০ হাজার পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এ ঘটনায় সহোদর ইমাম হোসেন জড়িত।

শুক্রবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মোঃ সিরাজুল মোস্তফা।

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।