প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের হোটেল আল-মুবিনের মালিক মাওলানা মুবিনুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ -সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, শহর আহবায়ক এহছানুল হক, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুবিনুল হক ছিলেন একজন বিচক্ষণ আলেমেদ্বীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও একনিষ্ঠ সমাজহিতৈষী। আজীবন আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একজন মুখলিস শুভাকাঙ্ক্ষী হিসেবে এ সংগঠনের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ ও ভালোবাসা। দ্বীনি শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন সমাজসচেতন, শিক্ষানুরাগী আলেমেদ্বীনকে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, কক্সবাজার শহরের হোটেল আল-মুবিনের মালিক মাওলানা মুবিনুল হক (৬৩) পবিত্র ঈদুল ফিতরের দিন জুমাবার (১৪ মে ) সকাল ১০টায় শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগেই তিনি শহরের ফায়ার ব্রিগেড জামে মসজিদে সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামায আদায় করেন। ঈদের নামায শেষে বাসায় এসে সকাল ১০ টায় পবিত্র কালেমা পড়া অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। নামাযে জানাযা শেষে বাদ আছর নিজ এলাকা রামু মুহাম্মদপুরা স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।