মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিনের ছুটি কাটিয়ে ফের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে।

রোববার সকাল থেকে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।