নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ৩ যুবককে অপহরণ চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয়দের তৎপরতায় অপহরণ করতে না পারলেও মারধর করার পর তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়।

শনিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার বিছমিল্লাহ সড়কস্থ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পেকুয়া সদরের শেখেরকিল্লা ঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে আবুল কালাম (২৯), মাতবর পাড়ার নজরুল ইসলামের ছেলে জামশেদুল হাসান (২৯) ও মগনামা সাতঘর পাড়ার রহমত উল্লাহর ছেলে জয়নাল আবদীন (৩৫)।

পরে ৯৯৯ এর সুবাদে একদল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করার পর স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আবুল কালাম বলেন, ঈদের দিন বিকালে বিনোদনের উদ্দেশ্যে মোটর বাইকে করে ৩ বন্ধু মগনামা লঞ্চঘাটে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটায়।

সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফেরার সময় বিসমিল্লাহ সড়কের পাশে আসামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা পেকুয়া সদরের সিকদার পাড়া এলাকার ডাঃ শাহাব উদ্দিনের ছেলে সাঈদী রহমান ও আজুর ছেলে আরফাতসহ অজ্ঞাত ৮/১০ জন চিহ্নিত সন্ত্রাসী দল আমাদের গতিরোধ করেন। এক পর্যায়ে মারধর করে আহত করার পর অপহরণ করার চেষ্টা করে। ওই সময় আমাদের তিনজনের হাতে থাকা তিনটি মোবাইল ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ সেবায় কল করলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।