বার্তা পরিবেশক:

কক্সবাজার শহরের হোটেল আল-মুবিনের মালিক মাওলানা মুমিনুল হক (৬৩) ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি–রাজেউন)। পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার (১৪) সকাল ১০টায় শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। এর আগেই তিনি শহরের ফায়ার ব্রিগেড জামে মসজিদে সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ শেষে বাসায় এসে পবিত্র কালেমা পড়া অবস্থায় মৃত্যুর হয়। মাওলানা মুমিনুল হকের ছোট ভাই সিরাজুল হক জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান।
জুমা নামাজের পর শহরের খানেকা জামে মসজিদ প্রথম জানাজা সম্পন্ন হয়।
এতে জানাজা নামাজে শহরের সর্বস্তরের মুসল্লীরা অংশ নেন। পরে তার নিজ গ্রাম মুহাম্মদপুরা জামে মসজিদের মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় এলাকার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে মুহাম্মদ পুরা তাঁর মরহুম পিতা জাফর আহমেদের কবরের পাশে দাফন করা হয়।