আবু সায়েম, কক্সবাজার:

কক্সবাজার উত্তর ও দক্ষিণ বনবিভাগের যৌথ অভিযানে ৫৫ ঘনফুট চিরাই কাঠ উদ্ধার করা হয়েছে ।
১৪ ই মে রাত ৯ঃ৩০ টায় বনবিভাগ কর্মকর্তারা অবকাশকালীন ভ্রমণকালীন সময় কক্সবাজার কলাতলী অভিমুখী একটি মিনি পিকআপ গাড়ী চিরাই কাঠ বহনে সন্দেহ হলে ধাওয়া করে গাড়িটি আটক করে এসব অবৈধ গর্জন চিরাই কাঠ উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫৫ ঘনফুট অবৈধ গর্জন চিরাই কাঠ জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আর আমি ঈদ রাত্রিকালীন অবকাশ ভ্রমণকালীন উপভোগ করার সময় কক্সবাজার কলাতলী অভিমুখী একটি মিনি পিকআপ ট্রাকে কাঠ বোঝাই গাড়ি সন্দেহ হয়। ধাওয়া করে তাদের গাড়ি আটক করে আমরা তাদের কাছে কাঠের বৈধ কাগজপত্র দেখাতে বললে ড্রাইভার সহ অন্যান্যরা গাড়ী ফেলে দ্রুত পলায়ন করে। পরবর্তীতে কাঠগুলো রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল রেঞ্জের ওসি সমীর রঞ্জন সাহা বলেন, উদ্বারকৃত চিরাই গর্জন কাঠের পরিমাণ প্রায় ৫৫ ঘনফুট। কাঠ উদ্ধারপূর্বক গাড়ীসহ রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । সংশ্লিষ্ট ব্যক্তি এবং গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।