সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চকরিয়া উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন কশিনার উক্ত কমিটি অনুমোদন দিয়েছেন।
সোমবার (১০মে) জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক খাইরুল আমিন হিরু সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
কমিটি নিম্নরূপ:
সভাপতি মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মোসলেম উদ্দিন মোস্তাক, সহসভাপতি নাজেম উদ্দিন চকরিয়া পৌরসভা, আবদুল করিম ডুলাহাজারা, ফিরোজ আহমদ হারবাং, আব্দু ছমদ বরইতলী,নাছির উদ্দিন কাকারা, বেলাল উদ্দিন চিরিংগা ইউনিয়ন, মোঃ জিল্লুর রহমান আনোয়ারী, চকরিয়া পৌরসভা, হেলাল উদ্দিন উত্তর হারবাং,।
সাধার সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন কাকারা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন পহরচাঁদা ,যুগ্ম সম্পাদক জুবাইরুর হক হারবাং, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান কৈয়ারবিল,
সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন ফাঁসিয়াখালী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খুটাখালী, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন চকরিয়া পৌরসভা, সহসাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক বরইতলী, সহসাংগঠনিক আলী আকবর চিচিংগা ইউনিয়ন, সহসাংগঠনিক সোলতান আহমদ বমুবিল ছড়ি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাকারা, দপ্তর সম্পাদক আশরাফুল হাকিম ফাঁসিয়াখালী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ডুলাহাজারা, ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফি হারবাং, গণ বিষয়ক সম্পাদক নুরুল আবছার বাবু চিচিংগা ইউনিয়ন, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম কৈয়ারবিল, শ্রমবিষয়ক সম্পাদক আবুল কাশেম চিচিংগা ইউনিয়ন, প্রবাসী কল্যানবিষয়ক সম্পাদক
আবদুল্লাহ আল নোমান চিরিংগা ইউনিয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফরিদুল আলম ফাঁসিয়াখালী , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আবছার ফাঁসিয়াখালী, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হালিম ডুলাহাজারা, সহ প্রবাসী বিষয়কসম্পাদক শহিদুল ইসলাম রুবেল মানিকপুর, সহ দপ্তর রিদুয়ানুল হক রেজু খুটাখালী, সহ প্রচার ও প্রকাশনা বিষযক সম্পাদক মোঃ শাহাজান খুটাখালী, সহ কোষাধ্যক্ষ মিজানুর রহমান চকরিয়া পৌরসভা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন পহরচাঁদা, সহ শ্রমবিষয়ক সম্পাদক নাজেম উদ্দিন নাজু বরইতলী, সহ সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম পহরচাঁদা, সহ যুব বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন কাকারা, সদস্য যথাক্রমে -কবির হোছেন চিরিংগা , ইয়াছিন আরাফাত চকরিয়া পৌরসভা, জাকের আহামেদ হারবাং, কলিম উল্লাহ ফাঁসিয়াখালী, জিযা উদ্দিন কাকারা , আতিকুর রহমান ভুট্রো কৈয়ারবিল , একাহার মিয়া লক্ষ্যারচর, জসিম উদদীন চিরিংগা, মোঃ এহেছান ফাঁসিযাখালী, নুরুল আবছার হারবাং, মোঃ ইলিয়াছ উত্তর হারবাং, আরিফুল ইসলাম লক্ষ্যারচর, বশির আলম চকরিয়া পৌরসভা, শাহাব উদ্দিন সুরাতপুর, সাইফুল ইসলাম মানিকপুর, ছৈয়দ আলম ডুলাহাজারা, আইয়ুব হাছান বমুবিল ছড়ি, মোহাম্মদ ইলিয়াছ ফাঁসিয়াখালী, মনছুর আলম লক্ষ্যারচর, মফিজুর রহমান বমুু বিলছড়ি, দিদারুল ইসলাম বরইতলী, আবদুর রহিম বরইতলী, মোহাম্মদ নুরুন্নবী চিরিংগা ইউনিয়ন, মোহাম্মদ শাকের মানিকপুর, মনজুর আলম মাঝি পহরচাঁদা, মিজানুর রহমান সুরাজপুর, জয়নাল আবেদীন মুন্না মানিকপুর, মিজানুর কৈয়ারবিল, আরিফুল ইসলাম বমু বিলছড়ি, মোহাম্মদ ইউনিছ ফাঁসিয়াখালী, আবদুল আজিজ ডুলাহাজারা, ফরিদুল আলম কৈয়ারবিল, মনছুর আলম লক্ষ্যারচর, শাহাদত হোছাইন কৈয়ারবিল, ফয়সাল মিন্টু কৈয়ারবিল, আবদুল হান্নান উত্তর, মোহাম্মদ লেদু কাকারা, আনোয়ার হোসেন লক্ষ্যারচর, নুরুন্নবী কৈয়ারবিল, নুর মোহাম্মদ চিরিংগা, জামাল হোসেন লক্ষ্যারচর, আক্তার হোসেন কৈয়ারবিল, ছৈয়দ আলম লক্ষ্যারচর, মোঃইউনুছ লক্ষ্যারচর, জসিম উদ্দিন বমু বিলছড়ি, খলিলুর রহমান ফাঁসিয়াখালী, আবু বক্কর বমু বিলছড়ি, আনছারুল ইসলাম আনার খুটাখালী, মুজিবুল হক জুয়ের চিরিংগা, মোহাম্মদ ইলিয়াছ চকরিয়া পৌরসভা, জিয়া উদ্দিন হারবাং, মোহাম্মদ সাইয়েদ হারবাং, নাছির উদ্দিন খুটাখালী, মোহাম্মদ আলমগীর রাসেল খুটাখালী, নুর মোহাম্মদ পহরচাঁদা, আবদু শুক্কুর খুটাখালী, ওয়াজ উদ্দিন পহরচাঁদা, হেলাল উদ্দিন পহরচাঁদা, আবদুল মজিদ মানিকপুর, কফিল উদ্দিন পহরচাঁদা, মোহাম্মদ ইউনুছ কৈযারবিল।