সিবিএন ডেস্ক:
করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের উপহার ৫ লাখ ভ্যাকসিন আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে। দেশটির রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ মে) কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এর আগে চীনের ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছে, মে দিবসের ছুটি শেষে আগামী ১২ মে তাদের ভ্যাকসিন ঢাকায় আসবে। তার আগে উপহারের ৫ লাখ আসার কথা রয়েছে। তবে ভ্যাকসিন কবে আসবে, কতটুকু আসবে, দাম কত হবে, এসব কিছুই স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করে। আমরা শুধু যোগাযোগ ঘটিয়ে দেই। আর এসব ভ্যাকসিন কেনার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে ১০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়ে রেখেছেন।

ভ্যাকসিন সংকট কাটিয়ে ওঠার জন্য নানামুখী যোগাযোগ চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমরা চীন এবং রাশিয়া থেকে ভ্যাকসিন আনার জন্য যোগাযোগ করেছি। এই দুই দেশ আমাদেরকে ভ্যাকসিন সহযোগিতা করবে। আগামী ১২ মে উপহার হিসেবে চীনের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় আসার কথা রয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।’