পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু ছৈয়দ ও তার বাহিনীর লোকজন ফাঁকা গুলিবর্ষণ করে সাহাব উদ্দিন (৪০) ও আনিস (৩০) নামে দুই যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা ও লঞ্চঘাঘাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক সাহাব উদ্দিন ও আনিস আফজালিয়া পাড়া এলাকার মৃত নুরুননবী ও মাহমুদের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত সাহাব উদ্দিনকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনিস স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত সাহাব উদ্দিনের ভাই জয়নাল আবদীন বলেন, আনিস ফুলতালা স্টেশনের একটি দোকানে সময় কাটাচ্ছিলেন। ওই সময় আবু ছৈয়দ ও নেজাম উদ্দিন ছোটন একদল লোক নিয়ে এসে তার উপর হামলা শুরু করে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে তিনি পালিয়ে যায়। ওই ঘটনার জের ধরে আবু ছৈয়দ ও ছোটন তাদের বাহিনী নিয়ে লঞ্চঘাট স্টেশনে গিয়ে তার নিরহ ভাই সাহাব উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদেরকে লক্ষ্য করেও গুলিবর্ষণ করে ছৈয়দ ও ছোটন বাহিনী। পরে লোকজন ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসী আবু ছৈয়দ ও ছোটন বাহিনীর লোকজন পালিয়ে যায়। স্থানীয় লোকজনই আহত সাহাব উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।