কক্সবাজারে সামাজিক সংগঠন ইম্পাওয়ার মি এর উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চলছে সিয়াম ও সাধনার মাস মাহে রমজান তার পাশাপাশি করোনার থাবা ও লকডাউন।
শ্রমজীবীরা হয়ে পড়েছে গৃহবন্দী(বেকার)
দিনমজুর ও শ্রমজীবি মানুষের কথা চিন্তা করে সামাজিক সংগঠন ইম্পাওয়ার মি সারা বাংলাদেশব্যাপী ইফতার বিতরণ এর উদ্দ্যোগ হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল গর্জনিয়াতে আজ ইফতার সামগ্রী বিতরণ করেছে টিম ইম্পাওয়ার মি।

ইফতার সামগ্রী পেয়ে ভুক্তভোগীরা বলেন,
“এই ইফতার সামগ্রী আমাদের জন্য অনেক উপকার হবে, লকডাউনের কারণে বউ-বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি কাজ কাম নাই,ঘরে বন্ধী।ইম্পাওয়ার মি ও ইফতার দাতাদের কে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো গরীবদুঃখিদের কথা চিন্তা করে আমাদেরকে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য।”

ইফতার সামগ্রী বিতরণের বিষয়ে ইম্পাওয়ার মি এর কক্সবাজার কো-অর্ডিনেটর ‘আবদুল্লাহ মোহাম্মদ কাওচার’ বলেন, আমরা কক্সবাজারের মানুষের চিন্তা করে দিন-রাত কষ্ট করে যাচ্ছি।
কক্সবাজারে কোনো শ্রমজীবি মেহনতী পরিবারকে অনাহারে থাকতে দিবনা -ইনশাআল্লাহ

ইম্পাওয়ার মি ফাউন্ডার ‘জনাব শাহ লালন আমিন’ বলেন, যতদিন দেশে মহামারী বা কোনো আর্থিক সংকট দেখা দিবে, ততদিন আমরা এভাবে গরীবদের পাশে থেকে তাদের দুঃখকষ্ট দূর করার চেষ্টা করব -ইনশাআল্লাহ।