রাশেদুল ইসলাম মাহমুদ:
রমজান মাসের পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে৷

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌরশহরের বড় বাজার এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিন আল পারভেজ এর নেতৃত্বে বড় বাজার মনিটরিং করা হয়৷

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিন আল পারভেজ এ প্রতিবেদক কে জানান, কিছু অসাধু ব্যবাসয়ীরা প্রতি বছর পবিত্র রামজান মাস কে কেন্দ্র করে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার চিন্তায় বসে থাকে৷ এসব ব্যবাসয়ীদের হাত থেকে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে মাঠে জেলা প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে৷ সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালন ও লকডাউন বাস্তবায়ন, রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং, মাস্ক, স্বাস্থ্যবিধি যথাযথ আদায়ে কঠোর জেলা প্রশাসন৷

তিনি আরো জানান, সরকারিভাবে পণ্যের অতিরিক্ত মূল্য না বাড়াতে কঠোর বিধি নিষেধ রয়েছে৷ যারা এই বিধি লঙ্গন করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন৷

এছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে, এবং সাধারণ মানুষকে হয়রানি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়৷

এসময় অন্যন্যদের মধ্যে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি), জেলা মার্কেটিং অফিসার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷