ছোটন কান্তি নাথ :

কক্সবাজারের চকরিয়ায় রমজানের শুরুতেই প্রতিবছরের মতো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে জেলার আলোচিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘স্বাধীন মঞ্চ’।

সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্খিদের দেওয়া স্বেচ্ছা অনুদানে রোজার প্রথমদিন তথা গত বুধবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এই ইফতার সামগ্রী দিয়ে কয়েকটি দিন নির্বিঘ্নে ইফতার করতে পারবেন ১১৫টি পরিবার।

স্বাধীন মঞ্চের পক্ষ থেকে প্রতি পরিবারকে দেওয়া হয়েছে ৪ কেজি ছোলা, ২ লিটার তেল, ৪ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ কেজি সেমাই ও আধকেজি খেজুর।

স্বাধীন মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক সৌরভ মাহাবী জানান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বাধীন মঞ্চ প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। যা এইবছরও সেই কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এবার ১১৫ পরিবারকে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী।