সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সমিতি পাড়া থেকে নাজিরারটেক শুটকি মহাল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই শুরু হয়েছে। সোমবার বিকেলে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ড্রেন ও ফুটপাত নির্মাণের পর এবার দীর্ঘ প্রত্যাশিত টেকসই এই আরসিসি ঢালাই শুরু হলো।
মেয়র মুজিবুর রহমানের সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশন।
এসময় শতভাগ স্বচ্ছতার সাথে টেকসই সড়ক উন্নয়ন কাজের উপর গুরুত্বারোপ করেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ঢালাই কাজের উদ্বোধনকালে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী, ঠিকাদার প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশনের প্রতিনিধি আবুল কালাম আজাদ রানা, দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের এএমই আবু হাসিব ও ইয়াছিন শেখ উপস্থিত ছিলেন।