মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ৯ ও ১০ এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা মৃত তিমি মাছ ২ টির বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন দেয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আমিন আল পারভেজ’কে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সদস্য রাখা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের DC Cox’s bazar নামীয় ফেসবুক আইডি-তে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। পোস্টে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা তিমি ২ টির মৃতদেহ হতে সংশ্লিষ্টদের সহায়তায় কিছু নমুনা রেখে তিমি মাছ ২ টি সমাহিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ৯ এপ্রিল বেলা দেড়টার দিকে বঙ্গোপসাগরের দরিয়ানগর এলাকার সমুদ্র সৈকতে গভীর সাগর থেকে একটি মৃত তিমি জোয়ারের পানিতে ভেসে আসে। পরে তিমি মাছটি দেখতে স্থানীয়রা সৈকতে ভিড় জমায়। এ তিমি’টি লম্বায় ৪৬ ফুট ও প্রস্থে ২৫ ফুট।

পরে শনিবার ১০ এপ্রিল সকাল পৌনে ৯ টার দিকে আরো একটি মৃত তিমি কক্সবাজারের সৈকতের হিমছড়িতে ভেসে আসে। শনিবার ভেসে আসা তিমি’টি লম্বায় ৪৩ ফুট প্রস্থে ১৪ ফুট বলে জানা গেছে।