‘বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধ সংস্কারকাজ সম্পন্ন করা হবে’

নীতিশ বড়ুয়া, রামু:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি ও উত্তর মিঠাছড়ি এলাকার ফারিখালের বিধ্বস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। দীর্ঘপথ পায়ে হেঁটে পরিদর্শনকালে সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- আগামী এক সপ্তাহের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হবে এবং বর্ষা মৌসুমের আগেই সংস্কারকাজ শেষ করা হবে। এজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করে দেন। প্রাথমিক ভাবে প্রায় দুই হাজার পাঁচশত ফুট বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কারে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করবেন বলে উল্লেখ করে এমপি কমল বলেন, যেহেতু এ বেড়িবাঁধটি সরকারের পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত নয় সেহেতেু অল্প সময়ের মধ্যে এ বেড়িবাঁধকে পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনে টেকসই ভাবে বেড়িবাঁধ নিমার্ণ করা হবে।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে পরিদর্শনকালে এমপি কমল কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নেতৃত্বে সাময়িক ভাবে কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানায়, সম্প্রতি ফারিখালের জোয়ারের পানিতে জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি ও উত্তর মিঠাছড়ি এলাকায় অবস্থিত বেড়িবাঁধটির অনেকাংশ ভেঙ্গে যায়। ফলে এলাকার হাজারো কৃষকের ধানক্ষেতে লবনাক্ত পানি প্রবেশ করে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পরিদর্শনকালে রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নীতিশ বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি এম এম আবুল কালাম আজাদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে- প্রবীন আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবছার কামাল সিকদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনচারুল আলম, আওয়ামীরীগ নেতা হাবিব উল্লাহ, শরিফুল আলম চৌধুরী, সাবেক মেম্বার আব্দুল মালেক, মোক্তার আহমদ, আবু তালেব মেম্বার, ওবাইদুল হক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবহান, সমাজ সেবক মো. ফেরদৌস, শিক্ষক ফখরুদ্দিন টিটু, শিক্ষক কফিল উদ্দিন চৌধুরী, সাংসদ কমলের একান্ত সহকারি মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা দীলিপ মহাজন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সওদাগর পাড়া জামে মসজিদ ও হেদায়াতুল উলুম হেফজখানা ও এতিম খানা পুণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মেম্বার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, নুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিকালে সাইমুম সরওয়ার কমল এমপি আরকান সড়কের ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া আবছার সওদাগরের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নের শুভ উদ্বোধন করেন। এ সময় ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ, মৎসজীবি লীগ নেতা মোঃ সেলিম ও স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।