প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার ৬৮৭ জন

এম.এ আজিজ রাসেল
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজার সদর হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিয়েছেন মেয়র আলমগীর চৌধুরী।
কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিক উস সালেহীন জানান, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও যাদের দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ নির্ধারিত ছিল, তারা টিকা নিতে কেন্দ্রে আসছেন। তবে এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদেরকে প্রথম ডোজ দেয়ার কার্যক্রমও চলছে। এ পর্যন্ত কক্সবাজার জেলায় টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার ৬৮৭ জন। সর্বশেষ বুধবার প্রথম ডোজ নেন ৩৫৯ জন। বুধবার জেলায় দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০৫১ জন। তারমধ্যে পেকুয়ায় ১৮ জন, উখিয়ায় ২১০ জন, টেকনাফে ৭৮ জন, রামুতে ২৮৪ জন, চকরিয়ায় ১১১ জন, কুতুবদিয়ায় ৬০ জন, মহেশখালীতে ১০১ জন ও সদর উপজেলায় ১৭৯ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, প্রথম ডোজ নেয়া প্রায় সবার কাছে এসএমএস—এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হয়েছে। তবে কোনো কারণে কেউ যদি প্রথম ডোজ নেয়ার পরও দ্বিতীয় ডোজের সময় ও কেন্দ্রের তথ্য এসএমএস—এ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার ঠিক দুইমাস পর আগের কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।