সোয়েব সাঈদ:
আবারো কথা দিয়ে কথা রাখলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। ৩ বছর আগে এসএমপাড়া-গোদারপাড়া এলাকার বাঁকখালী নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছিলেন। আজ সেই ভাঙ্গন প্রতিরোধে ব্লব ও বেড়িবাধ নির্মাণের কাজ দৃশ্যমান।
শনিবার (৩ এপ্রিল) বিকালে বাঁকখালী নদীর এসএমপাড়া, গোদারপাড়া এলাকার উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। এসময় এমপি কমল বলেন-অতীতে অনেক সংসদ সদস্যরা বাঁকখালী নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার ওয়াদা দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেনি। ভাঙ্গন প্রতিরোধ না হওয়ার কারণে ওই এলাকার প্রায় ৪ শতাধিক পরিবার নদীতে তলিয়ে গেছে। ৩ বছর আগে এ এলাকা পরিদর্শন করার পর তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরেন। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁকখালী নদী শাসন প্রকল্পের অধিনে এসএমপাড়া-গোদারপাড়ায়ও নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লব ও বেডিবাধ নির্মাণ কাজ এগিয়ে চলছে।
এদিকে সাংসদ কমল শনিবার সকাল থেকে দূর্গম এলাকার প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেটে বাঁকখালী নদী শাসন প্রকল্পের অধিনে এসএমপাড়া-গোদারপাড়ায় নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লব ও বেডিবাধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় এলাকার ভুক্তভোগী শত শত নারী-পুরুষ সাংসদ কমলের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা জাতীয় পার্টির নেতা রুহুল আমিন সিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী চৌধুরী, কক্সবাজার পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী, আবছার কামাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।