সিবিএন ডেস্ক:
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফের বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কারা অধিদফতর। তবে টেলিফোনে কথা বলতে পারবেন বন্দিরা। শনিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

তিনি জানান, বর্তমানে করোনা সংক্রমণেল ঊর্ধ্বগাততে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর সাক্ষাৎ বন্ধ ছিল তখন।

আইজি প্রিজন বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা।

তিনি বলেন, তবে আগের মতোই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।