শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজার পৌরসভার অফিস সহকারী দিদারুল আলমকেও গ্রেফতার করেছে দুদক।
রোহিঙ্গা ভোটার করার কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে আজ রোববার সকাল সাড়ে ৯টায় শহরের নুনিয়াছড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের দল।
এর আগে ভোরে একই মামলায় গ্রেফতার হয়েছেন
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়- চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম।

দুদক কর্মকর্তা জানান, অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক ভোটার তালিকাভুক্ত করার কাজে দিদারুল আলমের সম্পৃক্ততা রয়েছে। এর প্রেক্ষিতে মামলা করে দুদক। যার নং ১০/২০২১।
আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে থানায় সোপর্দ করা হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।