এম মনছুর আলম রানা, চকরিয়া :
চকরিয়ায় মোমবাতি প্রজ্জ্বল মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫মার্চ রাত ৮ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম প্রধান অতিথি থেকে এ গণগত্যা দিবস পালন করেছে।

এ সময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান, মহসীন বাবুলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। দিনটি পালনের সময় উপস্থিত সবার হাতে ছিল মোমবাতির আলোক শিখা জ্বালিয়ে এ গণহত্যা দিবস পালন করেন।