কক্সবাজারের পর্যটনসেবীদের অন্যতম বৃহৎ সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক এর ২০২১-২২ এর নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে টুয়াকের নির্বাচনের ফরম বিতরণ করা হয়েছে। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই ২০২১-২২ এর নির্বাচনের শীর্ষ দায়িত্বশীল।

কিন্তু আশ্চর্য্যজনক হলেও সত্য যে মনোনয়ন ফরম বিতরণের বিষয়টি আমরা জ্ঞাত নই। তবে আমাদের অবগত না করে নির্বাচনের এই মনোনয়ন ফরম বিতরণ করেছে বলে জেনেছি। এখন বিষয় হলো নির্বাচনের দায়িত্বশীল থাকা সত্তে¡ও আমাদের অগোচরে কিভাবে নির্বাচনের ফরম বিতরণ হয় তা কতটুকু গ্রহণযোগ্য বা আইনসঙ্গত- সংশ্লিষ্টদের কাছে এই প্রশ্ন রাখলাম।

সংগঠনের গঠনতন্ত্রকে অমান্য করে নির্বাচনী দায়িত্বশীলদের অগোচরে ফরম বিতরণ সম্পূর্ণ বিধিবহির্ভূত। এই ফরম বিতরণের কোনো ভিত্তি নেই। তাই আমরা দৃঢ়ভাবে ঘোষণা দিচ্ছি, নির্বাচনের যে ফরম বিতরণ করা হয়েছে তার কোনো বৈধতা নেই। তাই সংগঠনের সাধারণ সদস্যসহ সংশ্লিষ্টদের এই নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

বিবৃতিদাতা

আবুল মনছুর- প্রধান নির্বাচন কমিশনার

আবুল কাশেম সিকদার– সহকারী নির্বাচন কমিশনার

এম.এ হাসিব বাদল– ফাউন্ডার চেয়ারম্যান-টুয়াক।