রিয়াজুল হাসান:
অবশেষে প্রশাসনিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে শুরু হওয়া মাসব্যাপি পাট, বস্ত্র ও কুটির শিল্প মেলা। সেই সাথে আদেশ অমান্য করায় কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট আবুল মনছুর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আহমেদ বুলবুল ও শফিউল আলমসহ পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।

সারাদেশে দ্বিতীয় দফায় কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণবৃদ্ধি রোধে মাস্কপরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন ।

নির্বাহী ম্যাজিস্ট্রিট আবুল মনসুর জানান, করোনার ঝুঁকির কারণে জনসমাগম টেকাতে মেলা বন্ধ করে দেয়া হয় এবং আদেশ অমান্য করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আগামীকাল থেকে মেলা স্থগিত থাকবে।

উল্লেখ্য, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পুরানপাড়া মেরিনড্রাইভ সংলগ্ন মাঠে গত ১২ মার্চ পাট, বস্ত্র ও কুটির শিল্প মেলা আয়োজন করে স্বপ্ন ইভেন্ট এন্ড ম্যানেজমেন্ট। যাতে প্রায় ৭০টি স্টল বসানো হয়েছিল। মেলার প্রধান ছিলেন মো. ইসমাঈল।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত মেলা চলার কথা ছিল। কিন্তু মেলার শুরু থেকে জুয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। যে কারণে স্থানীয়রা নাখোশ। তাছাড়া এই ক’দিনে করোনার প্রকোপে সর্বস্তর থেকে মেলা বন্ধের দাবি আসে।