ইমাম খাইর, সিবিএন:
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ১০ম শ্রেণীর (ভোকেশনাল) ‘স্কুল কেবিনেট’ শিল্পী মাহমুদ আল হাসান  তাসনিম (১৭)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ মার্চ) দিবারাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেধাবীমুখ তাসনিম চকরিয়া উপজেলার বমুবিল ছড়ির ৫ নং ওয়ার্ডের বমু পানিস্সাবিল এলাকার নুরুল আলমের মেজ ছেলে।

সে কক্সবাজার জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সুরের মেলা সাংস্কৃতিক সংসদ’ এর সভাপতি এবং প্রবাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পী। পাশাপাশি ‘কিশলয় টিভি’ নামক একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতো শিল্পী মাহমুদ আল হাসান  তাসনিম।

মঙ্গলবার (২৩ মার্চ) জুহরের নামাজের পরে মরহুমের নামাজে জানাজা স্থানীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বড় ভাই নুরুল আবছার।

বহু প্রতিভার অধিকারী মাহমুদ আল হাসান ৬ মাস আগে রোগাক্রান্ত হন। তখন থেকে চিকিৎসা চলছিল। মাত্র ৬ দিন আগে তার ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে দেশের বাইরে নেয়ার প্রক্রিয়া করছিল পরিবার। ঠিক এই মুহুর্তে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে গেলেন কিশলয় কাননের প্রস্ফুটিত ফুলটি।