কনক বড়ুয়া, উখিয়া:
উখিয়ার মরিচ্যা বাজারে মোস্তাক আহমদ নামক এক ব্যাক্তির ছনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২১ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের সময় উপজেলার মরিচ্যা বাজারের দক্ষিণ স্টেশন সংলগ্ন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঘঠনাস্থলে পৌছায়। এবং টানা আড়াই ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন উখিয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী।

এতে মুহূর্তের মধ্যে চারপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকার জনসাধারনেরা এ ঘটনাটি পূর্ব শত্রুতামূলকভাবে অজ্ঞাত ব্যাক্তি আগুন লাগিয়ে ঘটিয়েছে বলে দাবি করছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।

ইউপি সদস্য এম মনজুর আলম বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটি এলজিআইডির ভবনের ভিতরেই করা গোডাউন। ছনে আগুন লাগাতে এই রাষ্ট্রীয় ভবনটিও নষ্ট হয়ে গেছে। এবং অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্ণিত ছনের গোডাউনটি কন্টাক্টর সৈয়দুল আলম চৌধুরী নামক এক ব্যাক্তি সরকারীভাবে লিজ এর মাধ্যমে ব্যাবহার করতেন। সে দীর্ঘদিন অসুস্থ থাকায় গোডাউনটি বাৎসরিক হারে ছন ব্যবসায়ী মোস্তাক আহম্মদকে ভাড়া দেন। মোস্তাক আহম্মদ রোহিঙ্গা ক্যাম্পের ছন সাপলায়ার এবং গোডাউনে ছন মজুদ রাখেন।