মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, কক্সবাজারের সন্তান, এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশন এর সদস্য সাজ্জাদ আহমেদ চৌধুরী ও মোসাদ্দেক আহমেদ চৌধুরী’র চাচা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী’র মৃত্যুতে কক্সবাজারস্থ এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশনের সদস্যরা এক শোকবার্তায় কক্সবাজারের কৃতি সন্তান, মরহুম মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

কক্সবাজারস্থ এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশন এর সদস্য সাজ্জাদ আহমেদ চৌধুরী ও মোসাদ্দেক আহমেদ চৌধুরী’র চাচা, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা গ্রামের জমিদার বাড়ির মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী ও মরহুমা আসমা খাতুনের সন্তান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী শনিবার ২০ মার্চ বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মৃত্যুকালে মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তানসহ অনেক অনুসারী, গুণগ্রাহী রেখে যান। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
শনিবার ২০ মার্চ আসরের নামাজের পর ঢাকায় তাঁর নামাজে জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।