এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মিত নান্দনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন মাধ্যমে শুরু করা হয়েছে।

১০ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের বিপরীতে
নান্দনিক মডেলের এ মসজিদ নির্মাণ করা হবে।

বুধবার (১৭মার্চ) বিকেল ৪টার দিকে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এম এ।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, মসজিদ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মনজুরুল হক চৌধুরী, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এম আর মাহমুদসহ সরকারী বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা সদরে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ওই প্রকল্পের অধীনে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনেও নির্মাণ করা হচ্ছে ৩ তলা বিশিষ্ট আধুনিকমানের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এরই প্রেক্ষিতে চকরিয়া
উপজেলা চত্বরে নির্মাণ করা হচ্ছে নান্দনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নের গণপূর্ত অধিদপ্তর নির্মাণে কাজটি সার্বিক ভাবে তদারকি করছেন কক্সবাজার-১ আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

মসজিদের নির্মাণকাজে যাবতীয় সমস্যা নিরসনে প্রয়োজনীয় সহযোগীতা করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন পরবর্তী মোনাজাত পরিচালনা করে উপজেলা জামে মসজিদের সহকারি ইমাম হাফেজ মোহাম্মদ শিবলী।