মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস।

বুধবার ১০ ফেব্রুয়ারী সকালে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতাল এর টিকাদান কেন্দ্রে গিয়ে করোনার টিকা’র প্রথম ডোজ গ্রহণ করেন।

এসময় কক্সবাজার জেলা সদর হাসপাতাল এর ভারপ্রাপ্ত সুপার ডা. রফিক উস সালেহীন, আরএমও ডা. নাওশেদ রিয়াদ, হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, ভ্যাকসিনেশন টিমে নিয়োজিত সিনিয়র স্টাফ নার্স, সেচ্ছাসেবকবৃন্দ, হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংস্থা’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, টিকা গ্রহণের পর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা অসুস্থতা বোধ করছেন না বলে জানিয়েছেন।

টিকা গ্রহণের পর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস একইদিন তাঁর নিজস্ব ফেসবুক আইডি’তে হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিক উস সালেহীন সহ একটি স্ট্যাটাস দিয়ে সুস্থ থাকার জন্য কোভিড-১৯ এর টিকা নিয়ে অন্যকে টিকা নিতে উৎসাহিত করার আহবান জানান।

নিম্মে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) রাজিব কুমার বিশ্বাস এর ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“আজ কোভিড-১৯ টিকা নিলাম। বন্ধু ডা. রফিকুস সালেহীন, তত্ত্বাবধায়ক, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল- কে আন্তরিক ধন্যবাদ।
নিজে টিকা নিন এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন। সুস্থ থাকুন ভালো থাকুন।”

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারী কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলও কক্সবাজার জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে গিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন।