আবুল কাশেম, কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ৭ ফেব্রুয়ারি (রবিবার) সকালে নিজ জন্মস্থান কুতুবদিয়ায় কোভিড-১৯ করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, গুজবে কান দিবেন না। অন- লাইনে নিবন্ধনের মাধ্যমে করোনা টিকা গ্রহণ করে নিরাপদ থাকুন। পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করুন।

উদ্বোধনী কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কুতুবদিয়ায় ১৪৭৯ জনে পাবে প্রথম ধাপের করোনা টিকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এ.এম.জহিরুল হায়াত, এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

এদিন কুতুবদিয়ায় প্রথম করোনা টিকা গ্রহণ করেন,কুতুবদিয়া হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান, পরে উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ইউএনও জহিরুল হায়াত, এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী,কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচ এন্ড এফপিও ডাঃ জাহাঙ্গীর আলম,আরএমও রেজাউল হাসান,ডাঃ মাহমুদুল হাসানসহ ৩০ জন স্বাস্থ্যকর্মী।