কামাল শিশির, রামু :

কক্সবাজার রামুর ঈদগড়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।৭ফেব্রুয়ারি সকাল ১০টায় ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়ে রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোসহ ইউপি সদস্যদের উপস্থিতিতে ১১জন ডাটা অপারেটর, ৩ জন ল্যাপটপ সার্চিং এবং ৪ জন কার্ড সার্চিং সমন্বয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

দীর্ঘদিন পরে স্মার্ট কার্ড বিতরণের সময় স্মার্ট কার্ড সংগ্রহকারীদের উপস্থিতি লক্ষণীয়।সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এন আইডি কার্ড থাকার পরও ল্যাপটপের ডাটাবেজে অনেকের নাম না থাকায় স্মার্ট কার্ড সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, কিছু কিছু এন আই ডির ক্ষেত্রে স্বল্প পরিসরে জটিলতার কারণে অনেকের আইডি কার্ড থাকা সত্ত্বেও ডাটাবেজে তাদের এন্ট্রি না পাওয়ায় তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না।

যারা স্মার্ট কার্ড পাচ্ছে না এরা পূনরায় সরকারি নির্দেশনা মোতাবেক সময় নির্ধারিত হলে কার্ড পেয়ে যাবেন।