আনোয়ার হোছাইন, ঈদগাঁও :

কক্সবাজারে সদ্য উদ্বোধনকৃত ঈদগাঁও থানা পুলিশ-পেশাদার সাংবাদিকদের সংগঠন ঈদগাঁও প্রেস এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেছেন বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) আমন্ত্রণে ঈদগাঁও প্রেস এসোসিয়েশন সভাপতি কাফি আনোয়ার(দৈনিক বাঁকখালী),সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আল্ নোমান (দৈনিক আজকের কক্সবাজার) ও অর্থ সম্পাদক আনোয়ার হোছাইনের (দৈনিক সাগর দেশ,সাঙ্গু, এবি নিউজ,পার্বত্য নিউজ) নেতৃত্বে সাংবাদিকরা থানায় পৌছলে প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়ীত্বপ্রাপ্ত, পরিদর্শক আবদুল হালিম স্বাগত জানান। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সভাপতিত্বে প্রেস এসোসিয়েশন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আল নোমানের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে আল্ কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য এইচ এন আলম(দৈনিক হিমছড়ি)। মতবিনিময়ের শুরুতে অত্র থানার প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নিযুক্ত হওয়ায় ঈদগাঁও প্রেস এসোসিয়েশনের পক্ষ থেকে পরিদর্শক আবদুল হালিমের হাতে অভিনন্দন পত্র তুলে দেন এসোসিয়েশন সভাপতি,সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ ।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস এসোসিয়েশন সভাপতি কাফি আনোয়ার, অর্থ সম্পাদক আনোয়ার হোছাইন, সিনিয়র সাংবাদিক যথাক্রমে গিয়াস উদ্দিন (দৈনিক সমুদ্র কন্ঠ), বি,আর,হাশেমী বদরু(দৈনিক আমাদের কক্সবাজার),মোঃমিজানুর রহমান আজাদ(দৈনিক সৈকত),নুরুল আমিন হেলালী(দৈনিক কক্সবাজার ৭১),সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশবিদেশ,পূর্ব দেশ,সিপ্লাস টিভি) ও এসএম তারেক(দৈনিক কক্সবাজার)। পুলিশ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন এসআই শামীম আল মামুন,এসআই রেজাউল করিম ,এসআই মিরাজ,এসআই মোঃ জুয়েল। উপস্থিত ছিলেন,এসোসিয়েশন সদস্য আজাদ মনছুর(বাংলাদেশ বেতার), আতিকুর রহমান মানিক(দৈনিক আমাদের কক্সবাজার), এএসআই আল আমীন,এএসআই মামুন,এএসআই আবদুল্লাহ। এসময় সাংবাদিকরা থানা এলাকার আইনশৃংখলার উন্নয়নে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম পেশাদার সাংবাদিকদের এ সংগঠনে সম্পৃক্ত সকল সদস্যদের যোগ্যতার প্রশংসা করে অপ-সাংবাদিকতা দূরিকরণে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। প্রশাসন থেকেও এ পেশার মানগত উন্নয়নে সাংবাদিকদের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তারা।