মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের মানুষের শেকড়ের টানে নিরন্তর ছুটে চলা, স্বার্থ ও অধিকার রক্ষার সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ এর মেগা মিলনমেলা ও পিকনিক শনিবার ৩০ জানুয়ারী শহরের দক্ষিণ কলাতলী বড়ছরা দরিয়ানগরে অনুষ্ঠিত হবে। মিলনমেলায় অংশ নিতে ইতিমধ্যে প্রায় অর্ধ সহস্র কক্সবাজারের স্থানীয় নাগরিক, সদস্য, বিশিষ্টজন রেজিষ্ট্রেশন করেছেন। মিলনমেলায় প্রায় ৮ শত মানুষের জন্য খাওয়া-দাওয়া’র আয়োজন ও অন্যান্য আকর্ষনীয় কর্মসূচী রয়েছে বলে জানিয়েছেন-সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আরো জানান, কেন্দ্রীয় সংগঠনের আওতাধীন বিভিন্ন উপজেলা শাখা, ইউনিট শাখার সদস্যগণও এই বিশাল মিলনমেলায় অংশ নেবেন। সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মিলনমেলা ও পিকনিক উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে পাহাড়ঘেষা সাগরপাড় দরিয়ানগরে।

দিনব্যাপী মিলনমেলা ও পিকনিক এর অনুষ্ঠানমালাতে সকাল সাড়ে ১০টায় অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন, কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত, আলোচনা সভা, কক্সবাজার জেলার সম্মুখ করোনা যুদ্ধাদের সম্মামনা প্রদান, মধ্যাহ্নভোজ, সংগঠনের বিভিন্ন আন্দোলনে অর্জিত সফলতার খন্ড খন্ড ভিডিও চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, কুইজ, লটারী সহ বিনোদন, শিক্ষনীয়, কক্সবাজার ও কক্সবাজারবাসীর সামগ্রিক স্বার্থ রক্ষামূলক বিভিন্ন কর্মসূচী রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক মোহসীন শেখ। তিনি আরো জানান, মেগা মিলনমেলা ও পিকনিক সফল করতে দরিয়ানগরে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রেজিষ্ট্রেশন করা সদস্য ও আমন্ত্রিত সকল নাগরিককে মিলনমেলা ও পিকনিক সফল করতে যথাসময়ে পিকনিক স্পটে যেতে অনুরোধ জানিয়েছেন আমরা কক্সবাজারবাসী’র সমন্বয়ক মোহসীন শেখ।