রাসেদুল ইসলাম মাহমুদ: বাংলাদেশ কৃষকলীগের তৃণমূলপর্যায়ে সুসংগঠিত স্বচ্ছ ও কৃষক বান্ধব সংগঠনে পরিণত করার লক্ষ্যে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, কৃষকের সাথে সেতু বন্ধন না করলে বাংলাদেশ এগিয়ে যাবেনা৷

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় হোয়াইক্যং বাজার প্রাঙ্গনে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলম এর সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়৷

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষকলীগের আহবায়ক এবিএম আবুল হোসেন রাজু৷

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকলীগের কোন নেতা দখলবাজ এবং সন্ত্রাস ও চাঁদাবাজ এবং ইয়াবা কারবারী হতে পারবেনা, কমিটির তালিকায় কারো এই ধরনের অভিযোগ আসলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতির প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পূরণের জন্য সর্বাত্বক প্রচেষ্টা করে ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীনদের ঘর দিয়েছেন৷ পাশাপাশি কৃষকের ঘরে ঘরে বিনা মূল্যে সার, বীজ ধান, পৌঁছে দিচ্ছেন৷

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড ও উন্নত দেশ করতে হলে, কৃষকের সাথে সেতু বন্ধন না করলে বাংলাদেশ কে এগিয়ে নেয়া সম্ভব নয়৷

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী৷

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক এডভোকেট মঈনুল হোসেন চৌধুরী, জেলা কৃষকলীগের সদস্য খন্দকার আলী আকবর, জেলা কৃষকলীগের সদস্য সজিব দাস, টেকনাফ উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক যথাক্রমে, আমান উল্লাহ আমান, জাহেদ হোসেন সম্রাট, মোঃ ইদ্রিস, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ সিকদার, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, , হারবাং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, হ্নীলা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শাকের উল্লা সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন৷

উক্ত কাউন্সিলে হোয়াইক্যং ইউনিয়ন কৃষকলীগের কমিঠি ঘোষনা করা হয়৷

কমিটিতে সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নির্বাচিত হয়৷