জাহাঙ্গীর আলম শামসঃ
কক্সবাজার সদরের জালালাবাদের ফরাজীপাড়ায় আগামী ২০ জানুয়ারী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শানদার ক্বেরাত মাহফিলের সিদ্ধান্ত হয়েছে।

হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে ফরাজীপাড়া আমিনিয়া তাহফিজুল কুরআন মাদরাসা ময়দানে প্রথম বারের মতো পবিত্র কুরআনের এই আয়োজন হতে যাচ্ছে।

এ উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) রাতে মরহুম জালাল আহমদ ফরাজী নুরানী কিন্ডার গার্টেনের অফিস কক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা ক্বারী নুরুল আলম।

উপস্থিত ছিলেন- মাওলানা আবু বকর ফরাজী, হাফেজ বুরহানুদ্দীন ফরাজী, ক্বারী মাওলানা জসিমুদ্দী, মাওলানা হাফেজ আব্দুল জলীল, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা আছেম ফরাজী।

হুফফাজুল কুরআন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহন করেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, জেলা সাধারণ সম্পাদক হাফেজ রিদওয়ানুল কাবির, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মিসবাহ উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আমিনুর রশীদ, মাওলানা এমদাদুল্লাহ ও মাওলানা হাফেজ মুহাম্মদ আলম।

কুরআনের আয়োজনকে সফল করতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন হুফফাজুল কুরআন সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।