কামাল শিশির,রামু :

কয়েকদিনের টানা বৃষ্টি ও মৃদু হাওয়ায় ঈদগড়সহ রামু উপজেলার সর্বস্তরে আমন ধান ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে রোপনকৃত বীজ ও ফসলে পচন ধরেছে। পানি দ্রুত না সরলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
বুধবার সরজমিন ঈদগড়সহ রামু উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, আমন ক্ষেতে বৃষ্টির পানি জমে আছে। আধাপাকা-কাঁচা অনেক ধান নুয়ে পড়েছে। অন্যদিকে অনেক কৃষক তাদের ফসল বাঁচাতে ক্ষেত থেকে আগাম ধানও কাটা শুরু করেছেন।
বড়বিল গ্রামের কৃষক শাহজাহান জানান, টানা বৃষ্টি ও হালকা বাতাসে তাহার প্রায় ৩ কানি আমন ধানের মধ্যে প্রায় ২ কানি ধানগাছ মাটিতে নুয়ে ও ডুবে গেছে। সাধারণত প্রায় কৃষক এক বছরের ধান মজুত রেখে বাকিটা বিক্রি করেন। কিন্তু এ বছর বিক্রি তো দূরে থাক, খোরাকের জন্য ধান রাখতে পারবেন কি না, তা জানেন না।
এলাকার আরো অনেক কৃষকরা জানান,ধান গাছগুলো হেলে পড়েছে পানির উপরে। হেলে পড়া এসব ফসল ঘরে তোলা সম্ভব নয়।