মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগে অধীনে বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানো শুরু হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় বায়তুর রিদুয়ান জামে মসজিদের জন্য একটি প্রিপেইড মিটার সরবরাহের মাধ্যমে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল কাদের গণি তাঁর কার্যালয়ে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ কর্মীরা উল্লেখিত মসজিদে গিয়ে প্রিপেইড মিটারটি স্থাপন ও তাতে বিদ্যুৎ সংযোগ দেন।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন বিদ্যুতের গ্রাহকগণকে প্রিপেইড মিটারের সুবিধা প্রদানের লক্ষ্যে প্রিপেইড মিটারের আওতাভুক্ত হওয়ার জন্য কক্সবাজার বিদুৎ উন্নয়ন কর্তৃপক্ষ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।