ইমাম খাইর#
পাঁচ হাজার জাল টাকা ও ৩২০ টি ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তারা হলেন- মো. সেলিম (২৭), মো. রিদুয়ান (২৬) ও তার স্ত্রী আনোয়ারাকে (২০)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খবর জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
একই দিন টেকনাফের হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ের এক কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগে মো. সাইফুল করিম নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
টেকনাফের নয়াপাড়া এপিবিএন এর পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের ঘেরা-বেড়া ভাংচুর চালিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দেয় ওই যুবক। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।