আবদুল মজিদ , চকরিয়া  :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অসহায় কৃষক মো: আইয়ুব নবী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত খুনি আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে ১৯ অক্টোবর বিকাল ৫টায় স্থানীয় শতশত নারী-পুরুষের অংশ গ্রহণে সুরাজপুর ভিলিজার পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। নিহত আহমদ নবী পূর্ব ভিলেজার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে। মানবন্ধনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়েছে। ইতিপূর্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় সন্দেহ হজনক ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব ভিলেজার পাড়ার গোলাম ছোবহানের ছেলে ছৈয়দ নূর, নেজাম উদ্দিনের স্ত্রী মুর্শিদা বেগম, আহমদ নবীর স্ত্রী রোকেয়া বেগম ও জাহেদুল ইসলামের স্ত্রী হামিদা বেগম।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, হত্যা মামলা রুজুর হওয়ার পর এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য যে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বোয়ালিয়াঘোনা এলাকায় ক্ষেতের পার্শ্ববর্তী ড্রেন থেকে আয়ুব নবীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ক্ষেতের চারা উপড়ানোর বিরোধ নিয়ে এক সপ্তাহ আগে একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আইয়ুব নবীর পরিবারের বাকবিতন্ডা হয়।