সিবিএন ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে তার হার্ট অ্যাটাক হলে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে ল্যাবএইড হাসপাতাল সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১টার দিকে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেন। তিনি বর্তমানে ল্যাবএইড হাসপাতাল সিসিইউতে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ডাক্তারা তাকে অবজারবেশনে রেখেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।